আমার কিছু স্বপ্ন ছিল
একটা সবুজ একটা অবুঝ
আর একটা সে মস্ত পাগল
শ্যামের বাঁশির ডাক হতে চায়
চলরে সখি নাইতে চল।  


সবুজ দেবে গহন ছায়া
ফুল ফোটানোর টেলিগ্রাম
অবুঝ আমার হাসতে জানে
দিলদরিয়া তরতাজা প্রাণ।  


পাগল বাঁশি বাজবে যখন
মর্মে জাগে প্রেমের ছোঁয়া
শিউলি ঝরা ভোরের রাতে
বান এসেছে মন যমুনায় ।  


হিমঘরেতে  ঘুমিয়ে এখন
হারিয়ে যাওয়া স্বপ্ন স্মৃতি
বিশ্বজোড়া দহন জ্বালা
সবুজ খুনের অর্থনীতি।  


অবুঝ এখন আর হাসে না
সরল হাসি আগের মত
হীরক রাজায় দিচ্ছে শলা
যুদ্ধ বিমান লাগবে কত।


শ্যামের বাঁশি আর বাজে না
এখন যে সে বজ্রনিনাদ
ধর্মনীতির রাজনীতিতে
লুকিয়ে রাখে মরণ ফাঁদ।  


স্বপ্ন দেখি আজও তবু
রুক্ষ চোখে জমছে জল
মোহন বাঁশি মর্মে বাজে
চল যমুনায় নাইতে চল।