কি নাম ছিল ঠিক মনে নেই জবা কিংবা মাধুরী
শেয়ার করে টিফিন খেতাম তখন বোধয় ক্লাস থ্রি।  
ছিঁচকাঁদুনে গনশাটার সদাই কেন মুখটা হাঁড়ি
গোবেচারা তরুণ পাল এমনি খেত বেতের বাড়ি।  
আধখাওয়া এক লজেন্স দিয়ে বলেছিল অম্বরীষ
তুই কি আমার বন্ধু হবি? আমার সঙ্গে ভাব করিস।  
অহংকারী অনিমেষটা ক্লাস টেনের ফার্স্ট বয়
চুপিচুপি বলেছিলো অঙ্কে এতো কিসের ভয়?
আমায় নিয়ে সবাই তোরা আজেবাজেই ভাবলি
অঙ্কটাতে উৎরে গেছি করে তাকেই টুকলি।  
বয়স তখন আঠারো বছর শিরায় শিরায় বইছে প্রেম
যাকে নিয়ে রক্তারক্তি,আজ সে কোথায় অ্যানি সেন?
আজকে সবাই পাল্টেগেছি বিবর্তনের ঘূর্ণিপাকে
দুঃখ যেযার ব্যক্তিগত লুকিয়ে রাখি বুকের ফাঁকে।  
জীবন মানেই জী বাংলা চমক্ ঝমক্ রঙ্গিন ছবি
স্বার্থ ছাড়া কেউ বলেনা, তুই কি আমার বন্ধু হবি?