ঐখানেতে তোমার গাঁও
এখানেতে আমার,
মাঝখানেতে ফসল ভরা মাঠ
ছড়াই রংয়ের বাহার।


লোকে বলে, কোন  এক প্রেমিক
গিয়েছিল তোমার গাঁয়,
প্রেয়সীর সাক্ষাৎ শেষে ফেরার পথে
লোকে তারে মেরে নদীতে দেয় ভাসায়।


ও-গাঁয়ের মেয়ে তাহারে খুঁজিতে
নদীর ধারে যায়,
যে পথ দিয়ে সে গিয়েছিল চলে
দু'ধারের ক্ষেত গুলো তাহার থেকে সুঘ্রাণ পায়।


রাত্রি হলে প্রেয়সী, প্রেমিকের স্মরণে
উঠোনেতে পায়চারি করে খালি পা'য়
তাহার কারণে জেসমিন,হাসনাহেনা
গায়ে এত এত সুঘ্রাণ পায়।