আমি এখনো শব্দ করে অনেক কিছু  বলতে শিখিনি!
এই যে ধরুন,
মাকে কখনো বলা হয়নি,
মা তোমাকে অনেক ভালোবাসি।
বাবাকে বলা হয়নি,  
তোমাতে এখনো ভালোবাসা এবং ভয় কাজ করে।
বিশেষত বড় বোনটারে এখনো বলা হয়নি, ভালোবাসি।
এভাবেই যে কত কথা শব্দ কর বলা হয়নি,তার ইয়ত্তা নেই।
অথচ, তাঁরা বুঝে তাঁদেরকে কত ভীষণ,
বিষম রকমের ভালোবাসি।
ঠিক এভাবে করে,
তোমাকেও  এখনো বলা হয়নি ভালোবাসি......
বিষম রকমের ভালোবাসি।