কবিতার ছন্দ হারিয়ে সর্বসান্ত্ব কবি
উদ্ভ্রান্তের মত খোঁজে ফিরে হারানো পংক্তিমালা
রাজপথ থেকে শ্মশানে, গৃহ থেকে বৃন্দাবনে
কখনো কোলাহলে, কখনো নিস্তব্ধতায়
নিভৃতচারী পাখির মত; ডালে ডালে-পাতায় পাতায়।


যত দূর চোখ যায়, তত দূর ছুটে যায় মন
রাজধানীর সীমানা পেরিয়ে জন্মভিটার পর
তার পর আরো দূরে, চা বাগানের পথে
যেখানে লিখেছে কবি শত শত পদ
হাওড়ে বাওরে ও করেছে সন্ধান
যদি পাওয়া যায় দুই পংক্তির শব্দ


অবশেষে দীর্ঘশ্বাস আর বিরহি চিত্তের আর্তনাদ
বেঁচে থাকার শেষ সম্বল কবিতা তার
ছন্দ হারায় পদে পদে আজ
চোখের সামনে ঘটে যায় কবি সত্তার মৃত্যু।