কবিতা বিহীন কেটেছে দিন
নিষ্প্রমে নিরানন্দময় দুই মাস
দুই মাস নয়, দুই যুগ কেটেছে কবির
দুঃসহ যন্ত্রনার মধ্য দিয়ে


কত ছন্দ কত পংক্তি হয়েছে নিরুদ্দেশ
না পেয়ে কবির ভাবাবেগ প্রেমাবেগ
কবিও করেছে লক্ষ্যভ্রষ্ট বিচরণ
হারিয়ে তাহার চিরন্তনী পথ


বিপথের এই তীব্র বিসুখ শুধু করেছে তাড়া
ফিরে পাবার তরে পথের সন্ধান
প্রেম আর কবিতায় দীপ্তিময় যে পথ
প্রিয়ার নিত্য দিনের হেটে যাওয়া পথ


বহু তিতীক্ষা আর প্রতীক্ষা শেষে
বিপথের পর হয়েছে পথের শুরু
প্রেম আর কবিতায় দীপ্তিময় যে পথ
কবি সত্ত্বার পুণর্জন্মের পথ।