তুমি সমুদ্র দেখতে গেলে-
শত শত মাইল পাড়ি দিয়ে
সমুদ্রের নীল জল ভালবাস বলে
দুর্ভাগ্য আমার-
আমি সমুদ্র না হয়ে হয়েছি মানুষ।


তুমি ফুল ভালবাস খুউব
তাই বলে রোজই যাও-
রাধা মাধবের পুষ্প কাননে
দুর্ভাগ্য আমার-
আমি ফুল না হয়ে হয়েছি মানুষ।


তুমি জোছনা রাতে-
চাঁদের সাথে কর নীরব আলাপন
কত কথা কও ভালবেসে
দুর্ভাগ্য আমার-
আমি চাঁদ না হয়ে হয়েছি মানুষ।


যত অবজ্ঞা যত উপেক্ষা
তা শুধু করেছ আমায়
কখনো ভালবাস নি-
কখনো কাছে আস নি
করেছ শুধু নির্মম উপহাস।