তার চলে যবার পথটি চেয়ে চেয়ে
কেটে গেল এক যুগ। সবিস্ময়ে
বদলে গেল গোটা প্রকৃতি-পরিবেশ।
কাটেনি শুধু তার প্রেমের রেশ-
আমার মন থেকে; এত বছরে।
কত চারা গাছ আজ ফুল-ফল সমাসরে
পুরুদস্তুর বৃক্ষ। কত যৌবন লুটিয়ে পড়ল
বার্ধক্যের পদতলে। আবির্ভাব-তিরোধান হল
কতজনের। এরই ফাকে চলে গেছে
বারোটি বছর। আজও বয়ে চলছে
মন সেদিনের সেই বিষণ্নতা। পারেনি
ভুলতে তারে-যারে ভেবেছিল আপনার রাণী।