অনেক দিনের ইচ্ছে আমার মৃত্যু হোক..!
ছোট্ট একটি রাত পার করে সুন্দর একটি সকালের জন্যও যেনো আর অপেক্ষায় না থাকতে হয় আমাকে।
তার আগেই আমার মৃত্যু হোক....!¡


আমার মৃত্যু হোক গ্রামে শহরে নগরে স্কুলের মাঠে জাতীয় সংগীত কিশোর কিশোরীরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে পতাকার দিকে ঠিক সে সময়।


আমার মৃত্যু হোক ধূপ কাঠি জ্বালিয়ে মন্দিরের পবিত্রতায় যখন মুৃখ ধুঁয়ে নেয় ধ্বংসের দিকে পৃথিবীর সময় ঠিক সেই সময়।


আমার মৃত্যু হোক আঁধার ঘেরা নির্ঘুম নিস্তব্ধ রাতের দূর সীমানায় সাথী হারা খেঁকশিয়ালটির আর্তনাদের ডাকে যেনো কেঁদে উঠবে পৃথিবী ঠিক সেই সময়।


আমার মৃত্যু হোক প্রিয়তমার সহস্র বছরের শুকিয়ে যাওয়া চোখ থেকে একবিন্দু অশ্রু গড়িয়ে পড়ার জন্য হলেও


নয়ত বা প্রচণ্ড শীতে ঘন কুয়াশা ভেদ করে খুব ভোরে মসজিদে মাইকে আমার আপন মানুষ গুলোর কানে শোক সংবাদ শব্দটা পৌঁছে দেওয়ার জন্য হলেও আমার মৃত্যু হোক।


অনেক দিনের ইচ্ছে আমার মৃত্যু হোক আশাটা পূর্ণ হওয়ার জন্য হলেও এক আশ্চর্য দৃষ্টি ভঙ্গিতে আমার মৃত্যু হোক।


প্রকাশকাল:-
সাত/চার/উন্নিশ,