যে হাত প্রত্যহ সত্য লিখতো,
তার কারাগারের মত এমন সস্তা শাস্তি শোভা পায়?
সত্য লিখতো কেন আমার হাত?
হয়তো শাস্তি পেতেই ভালো লাগে বলে।
কেঁড়ে নেয়া হোক দুহাত সত্য লিখবার দায়ে।

চিড়ে ফেলা হোক আমার কণ্ঠনালী
যাতে আত্বহুতির বাক্য না আসে হৃদয় গহীনে।
কেঁড়ে নেয়া হোক হৃদপিণ্ড
যাতে নতুন রক্ত জমাট বাঁধতে না পারে শিরা উপশিরায়।

ক্ষত-বিক্ষত করা  হোক ফুসফুস
আর যেন বিশুদ্ধ বায়ু প্রবাহিত না হয় আমার রোমকূপ।
কেঁড়ে নেয়া হোক মস্তিষ্কের হাইপোথেলামাস
যেন সমস্ত শরীর নিয়ন্ত্রণ হারিয়ে পেলে মুহূর্তেই।

কেঁড়ে নেয়া হোক সারক্যানুয়াল রিদম
যাতে মস্তিষ্কে নিষ্কাষন অক্ষম হয়ে যায় যাবতীয়।
নষ্ট করে দেয়া হোক চোখের সেন্সর যাতে এ চোখ আলো সনাক্ত করতে না পারে।

বল্লমের তীব্র আঘাতে নিঃশেষ করে দেয়া হোক আমাকে এবং আমাকে,
বন্ধ করে দেয়া হোক নিশ্বাস,
বিশুদ্ধ বায়ু দূষণ করার দায়ে।

জেনে রেখো হে নিষ্ঠুর পৃথিবী,
সর্ব পরি-
যদি আমাকে নিক্ষেপ করা হয় ভিসুভিয়াসের গভীরে,
আমি সেখান থেকেও সত্যের গান গাইবো।