জন্ম আমার সাতকানিয়ায়
  চট্টগ্রামের থানা।
চারপাশেতে ঘিরে  আছে
  ঢলু নদীর মোহনা।

সাতকানিয়ার ছোট্ট গাঁ এক
    নাম তার চরতী।
সে গাঁ তে জন্ম আমার
   রূপেতে  রূপবতী।

চরতীরই বুকের মাঝে
বয়েছে সাঙ্গু নদী,
রূপনগরই রূপে ভরা
দেখতে আসতে যদি।

সাঙ্গুর নদীর পাশে  এ গাঁয়
থাকে সবাই সাথে।
হাজার রকম পরিশ্রমেও
আনন্দে সব মাতে।

পশ্চিমে তার পাহাড় পর্বত
গাছপালাতে ভরা,
পূর্বে আছে নদী নালা
প্রভুর হাতে গড়া  ।

পাশে আছে সবুজ বিল
বাতাসে ধান দোলে,
ফসল পেয়ে কৃষকেরা
আনন্দে তা তোলে।

সবুজ শ্যামল প্রকৃতিতে
জুড়ায় সবার মন,
যেথায় দেখি সবি যেন
আমার আপনজন।

সকালবেলা পাখির গানে
মনে লাগে দোল।
আমার এ গাঁর সবই যেন
মায়ের মুখের  বুল।

আমার গাঁয়ের এ রূপ যেন
শেষ না হয় কভু,
প্রার্থনা দরবারে তোমার
হে মোদেরই  প্রভু।
                            
                      রচনাকাল  ১২/১০/১৮
                              সুইপুরা।