একদা যে হৃদয় ছিল
তৃষ্ণার্ত মানব-মানবীর অমীয় আধার
তা আজ উষর-বিরান-মরুময়!


যেথা ছিল-
নয়নে নয়ন চুরি
হৃদয়ে লুকোচুরি,
সেথা মন-মন্দির ভেদী
খুঁজে পাই আজি
অচেনা অবয়বের প্রতিচ্ছবি।
  
স্বপ্ন ছিল, ছিল আশা
ছিল ভালোবাসার হাতছানি,
তবুও ভালোবেসে আজি রয়েছি দূরে
নিয়ে ভালোবাসার যত গ্লানি!


তাইতো অমৃত নয়-
বিষ-বাষ্প খুঁজি,
কবিতার পেয়ালায় দর্শনের নির্যাস ঢেলে তৃষ্ণা নিবারণ করতে চাই।
কিন্তু না ভাবদর্শন, না কবিতার প্রয়াস
মেটাতে পারে চৌচির হৃদয়ের তিয়াস!