আলো আছে, আছে অন্ধকার।
সূর্য উঠছে, কুয়াশা কাটছে...
সূর্য ডুবছে, সন্ধ্যার শিশির পড়ছে...
ধরা আলোহীন হচ্ছে আবার।


অন্ধকার আছে, আছে আলো
আছে দেখার দরকারি দর্পণ।
তবুও দেখি না, দেখব না
করেছি এক ভীষণ পণ!


তবে কি এ চর্ম্মচক্ষে ত্রুটি বিদ্যমান?
রেটিনা কি ব্যাধীগ্রস্থ, না কি নিউরন?
না! আজ অন্ধরা দেখে, তাই আমি দেখি না!


মর্মর ধ্বনি আছে, আছে ঝিঝি পোকার আর্তি
আছে অভয়ার সম্ভ্রম বাঁচানোর চিৎকার
আছে সুনসান নীরবতা।
তবুও চুপ হয়ে আছি
শুনতে পাইনি কিছু!


কর্ণপটহে আছে দ্যোতনা
আছে ছন্দময়, ব্যঙ্গময় ব্যঞ্জনা
নেই শুধু চেতনা!


আছে মুক্তাসম দন্ত, আছে প্রতাপশালী স্বরতন্ত্র।
অন্যায় আছে, অবিচার আছে, আছে বঞ্চনা
তবুও কিছু বলি না, বলব না!
হারিয়েছি যে সব চেতনা।