বৃষ্টি তুমি
শূণ্য ছেড়ে ঘূর্ণ করে
মেঘের আগল ছিন্ন করে
নেমে আস
ভূ-এর তরে।


বৃষ্টি তুমি
ফোঁটায় ফোঁটায়, আলোর ছটায়
বারিদ-খণ্ড রন্ধ্র করে
নেমে আস
সাঁঝের মায়ায়।


বৃষ্টি তুমি
বিন্দু হয়ে সিন্ধু ছেয়ে
বারিদ ছেড়ে ব্যাকুল হয়ে
নেমে আস
শ্যামল ছায়ায়।


বৃষ্টি তুমি
রিমঝিমিয়ে শুকনো পাতার নূপুর পায়ে
ব্যোম-বদনে চুম্ব দিয়ে
নেমে আস
কদম কেয়ার ঘাটে।


বৃষ্টি তুমি
অশ্ব তেজে বল্গা ছিঁড়ে
নীরের আধার ছিন্ন করে
নেমে আস
রসুলপুরের বাঁটে।