সেরিব্রামের বন্ধ্যাত্ম নয়
নয় জেনোমকোডের অবিন্যাস
সহজাত প্রবৃত্তি নয়
নয় খেয়ালী স্বভাব সন্ন্যাস।
তবুও পাগল সে!
এবার রুখবে কে?


অহেতুক কৌতুকের বশে নয়
নয় কুৎসা বাণের শিকার
মিশেল ফুকোর প্রাণের প্রদীপ সে!
তাকে রুখবে কে?


রক্তের বৃথা বান
আর শোষিতের ক্রন্দন,
হিংস্র হায়েনার হাঁক
আর আনত মানবের সমর্পণ
যুক্তি দেয় না মুক্তি।
তাইতো পাগল সে!
এবার রুখবে কে?


নেই কোন কারাগার, নেই পারাবার
নেই বন্দুক-বেয়োনেট, প্লসিভ-পাউডার
সরবংসহা--দৃঢ় প্রত্যয়ী সে!
এবার রুখবে কে?