আল-বা'ইস এ আমি কেমন মানুষ?
জ্বলন্ত অনল নয় কি?
যে কাজ করি যেখানে যাই কেন পুরে হয় তছনছ?
এখন আমি ভেবে পাই না কোন কূল,
এ কূল ও কূল দুই কূল ই বেশ ভাঙা, বড় বড় সব দাঙ্গা ঢেউ কেরে নিলো যা ছিলো শেষ।
আল-বা'ইস এ আমি কেমন মানুষ?
ভেবে ভেবে প্রতিনিয়ত কর্কশ শব্দে বাচন ভঙ্গি প্রকাশ আর বেখেয়ালি আলাপিপনায় জীবন এর রসদ অধ্যায় ঢেকে গেছে হিমালয় অঞ্চলের হিম সাগর তলদেশে, প্রায় খুঁজে পাই না হুঁশ।
আল-বা'ইস এ আমি কেমন মানুষ?
ক্ষনে ক্ষনে দীর্ঘশ্বাস নিষ্পলক চাহনি আর অঘাট নীরবতা নিয়ে সময় পার করে মহাসমুদ্রে প্রিয় মানুষের  নাক ফুল হারিয়ে খোঁজার চেষ্টা করার মত মনের গভীরে লুকিয়ে থাকা ব্যথা চেপে রেখে সয়ে যাওয়া কিছু উপহাস।
আল-বা'ইস এ আমি কেমন মানুষ?
জ্বলন্ত আগ্নেয়গিরি নয়তো?