প্রকৃতি আমায় বানিয়েছে
অন্য সবার চেয়ে আলাদা
আমার কি ইচ্ছে নেই বলার?
তুমি তো বলতে পারো!
আমার মত একটু অভিনয় করে দ্যাখাও তো;
         জানি অল্পতেই পরাজয় মেনে নিবে।
তাহলে কেন,
আমাকে সহ্য করতে হয় তাচ্ছিল্যতা?
নীরবতা ভেঙে যায় মাঝে মাঝে,
বলার প্রবল ইচ্ছে থাকা সত্যে ও
মেনে নিতে হয় তোমাদের বিদ্রূপ!
নিশ্চুপ থেকে শুনতে হয়,
আমার দুর্বলতা এখন আমার নাম!
তোমরা কেন ভুলে যাও,
আমারও যে একটি নাম আছে?
নিজেকে শান্তনা দেবার একটি বাক্য খুঁজে পাই
আমার থেকে তোমরা আরও বড় ব্যাধিতে আক্রান্ত;
             যারা আমাদের নিয়ে ঠাট্টা করো রোজ।
অন্যায় এর কাছে না করে আপোষ!
স্টেশনে সে দিন;
বাকশক্তিহীন ছেলেটা নির্বাক তাকিয়ে থেকে
বাহুর ইশারায় বারং বার একটি কথা বলার চেষ্টা-
                           আমার কি দোষ?


'সহমর্মিতার সংবেদন '