স্বপ্ন গুলো ভেঙে যায় বারে বার,
এই জীবনে দুঃখ ছাড়া নেই কিছু আর।
অতীত আমায় টেনে নেয় সুধু পিছু;
স্বপ্ন গুলো রঙ্গিন বটে বাস্তব কিন্তু  নিচু।
নিজের  ভুলে নিজে পুড়ি নেই কারো হাত,
ভাগ্য একটুও দেয় না সঙ্গ এটাই তফাৎ।
আপন করে যারে আমি নেই কাছে টেনে,
সে-ও খুব যত্ন করে ব্যথা দেয় মনে।
আমার জায়গায় থাকি আমি সে যায় দূরে,
একটু করে কষ্ট গুলো পুষি মনের ঘরে।
দিন যায় মাস যায় যায়না মনের জ্বালা,
সবি তোমার কারসাজি,বিধি তোমার খেলা।
তুমি পার বদলে দিতে ক্ষমতা সব তোমার,
এই জীবনে দুঃখ ছাড়া নেই কিছু যার।