যে মানুষ সে তো সুখী নয়
কোথাও না কিছু থাকে সংশয়।
আমি দেখি তুমি সুখে উল্লাসে,
তোমার কাছে তুমি স্রোতে ভেসে!


পৃথিবীর এ নিয়ম সৃষ্টি থেকে
তবে থেকে চলছে একে বেঁকে।
সুধানোর নেই কেহ এ ধরায়
সব মেনে বেঁচে আছি তার কৃপায়!


সুন্দর বলে সবে কাছে টানে
ভিতরটা কে আর জানে?
সোনার রূপে সকলেই মগ্ন
সোনা ই জানে ভেতর কত দগ্ধ!

দুঃখ যার ব্যথা তার সাথে রয়
কেউ তো এ ধরায় সুখী নয়।
যেভাবেই থাকি হোক যে হাল
দুঃখ সুখে বেঁচে রব অনন্ত কাল।