যা ছিল তা শেষ!
যা নেই তাও শেষ!
যা হারাব তা নেই,
যা নেই তা কোথাও নেই।
দুঃসময় কেমন হয় আর কত ভয়াবহ?
জীবন থেমে গেছে হারিয়ে ফেলেছি সব কলহ।
নির্বিঘ্ন নিরলস নীর হারা এ মন,
বিভোর অন্ধকারাচ্ছন্ন ক্ষণিকের এ-জীবন।
দিন যায় দিন আসে রাত পেরিয়ে ভোর
সুখ নেই সুখ আসেনা কত করব জ্বোর?
আসা ফুরিয়ে সব শূন্য এখন ঘর,
স্বপ্ন গুলো হারিয়ে ফেলেছি গহীন বালু চর।
মরুর বুকে মরি দুঃখে একলা নিরুপায়,
চোখের জলে বুক ভাসে জানে মালিক সায়।