বন্ধুর ফোনে কল দিয়ে সেদিন আমি এমনটা অবাক আর বোকা হয়তোবা হইনি।
ওপাশ থেকে অপরিচিত কেউ আমায় রীতিমতো সবক শিখিয়ে ছিলো।
বেলা সারে দশ-টা তখন তো অন্য কারো হাতে থাকার কথা নয়!
আমি বড় বোন,আচ্ছা বোকা বানিয়ে তখন সে দিলে পরিচয়।
আঠারো বিশ সবে মাত্র, নরম সুরের কে-বা কাবু নয়?
সে কি আলাপ, কি রসিকতা দুজনেই পথ হারায়।
সকাল পেরিয়ে দুপুর আর দুপুর পেরিয়ে রাত,
ক্ষণিকের পরিচয় তবে যেন মনে হয় কেটে গেলো কোটি প্রভাত।
দু'জন দু'জনার এত আপন দুজনের ই একি মন,
দু'জন দুপাশে দুজনের মনে এক-ই কথা ভাসে,
দু'জন দুজনাকে ভালোবাসে নরম স্বর থেকে ভেসে আসে।
এভাবে চলতে শুরু একটি যুগল দু'প্রান্তে তরঙ্গ জলে মিশে হয় জানা শোনা,
দুজনের মনে গভীর প্রেম ছিলো হয়তোবা না।