তখন একটুও টের পাইনি
একদিন দূরত্ব এত বেড়ে যাবে,
ইশ্‌ তাইলে আরও কয়েকটা
সেল ফি তুলে রাখতাম!
জীবনের টানাপড়েনে এত টাই বেস্ত ছিলাম
নিজের পাশেই একটি হিরার টুকরো ছিলো
                              খেয়াল ই করিনি।
আসলে ইদানীং আমার ভুলটা একটু বেশিই হয়। যেখানে যাই যে কাজ করি সেটাই-
                                  ভুল প্রমাণিত হয়।
নিজেকে নিয়ে বড় দুশ্চিন্তার মধ্যে আছি!
               বড্ড বেখেয়ালি হয়ে গেছি।
হাজার ক্রোশ দূর থেকে যখন-
আমার নয়নে হিরার আলো এসে ঝলক মারলো
       তখনি লাফ দিয়ে উঠলাম!
ভাগ্যিস এখন আমি অনেক দূরে।
রক্তের নয়, তার সাথে আমার আত্মার সম্পর্ক!
আমি তাকে কি বলে ডাকি-
সেটা না হয় না-ই বল্লাম,
কিন্তু  মজার কথা হলো সে আমায়
কাকা বলে অনেক তৃপ্তি পায়!
সম্পর্ক যাই হোক,
আমার প্রতি তার আন্তরিকতা দেখে
            রীতিমতো আমি বিস্মিত!
এমনও হতে পারে?
জীবনের অন্তিম লগনে এসে,
হয়তো এটাই আমার পাওয়া।
বেঁচে থাকো অনন্ত কাল।।