মেঘলা আকাশে রৌদ্র উঁকি দিলে
মনের কোনে যেমন আনন্দ অনুভব হয়!
ঠিক তেমনি আনন্দ অনুভব হতে লাগলো
তোমার আগমনী বার্তায়।
ঘুট্‌ঘুটে কালো আঁধার মাঝে
জ্বলে উঠেছিলে আশার প্রদীপ।
বিষন্নতা ভরা সময়, আমাদের শুনাইলে
নর-নারীর প্রথম আত্মতৃপ্তির কথা।
প্রচন্ড দুঃসময় থাকা সত্ত্বেও
তোমায় করেছি সাদরে গ্রহণ।
শত ব্যর্থতার মাঝে,
তোমার আগমনী বার্তা ছিলো প্রথম সফলতা।
আধার ঘরে এসেছিলে হয়ে আলোর ছায়া,
পাওয়া না-পাওয়ার মাঝে
তুমি এক অনন্য সুখের ছোঁয়া।