আমিও একদিন যাবো,চলে যাবো
সেই নির্জন নিরালায়,
বাঁশ-ঝাড়ে ভরা নিবিড়
সেই নিস্তব্ধ মৃত্তিকায়।


টাকা-কড়ি-ধন,রবে না কিছুই
শুধু পরে রবে দেহ,
সাদা কাফনে ঢাকা পরে রবে
সঙ্গী হবে না কেহ।


শত স্মৃতি রেখে,চলে যেতে হবে
পৃথিবীর মায়া ছেড়ে,
এতদিন ধরে জমিয়েছে যা কিছু
সবকিছু রবে পরে।