কাচের দেয়ালে বাঁধা পড়ে গেছি
ইচ্ছেরা হয়ে গেছে ব্যাধিত,
স্বার্থের ধারে ক্ষত-বিক্ষত হয়ে
আমি হয়ে গেছি বিধ্বস্ত।


শহরের এই ব্যস্ততা ও ছুটে চলা
আমায় দিয়েছে যে আবাসন,
স্বার্থের ভিড়ে নিষ্প্রাণ আমি
কলুষিত হয়েছে আমার মন।


কৃত্রিম হাসিতে ঘেরা স্বপ্নেরা সব
রাতের নিশ্চুপ আঁধারে হারায়,
অভিশপ্ত জীবনের সব ব্যথা-বেদনা
কিছু অভিনয়ের মাঝে লুকায়।


দূষিত হৃদয়ে চেয়েছি অনেক
চাওয়াদের নেই তো শেষ,
পাইনি কিছুই চাহিদা মাফিক
পাই শুধুই অবহেলাদের রেশ।


ধৈর্যের অনটনে ধুকে ধুকে
জীবনে ব্যর্থতাকে শুধু জড়াই,
প্রতিটা সময়,প্রতিটা পদেতে
শুধু শুধু অভিনয় করে যাই।


কষ্ট পেলে কাঁদতে পারি না
শুধু অভিনয়ই করতে জানি,
সবার হৃদয়ে লুপ্ত হয়ে গেছি
হয়ে গেছি একটু অভিমানি।