বহু প্রতীক্ষা শেষ হয়ে আজ
এসেছে এমন দিন,
মনটা তোমার অজানা আবেগে
হয়েছে খুব রঙ্গিন।


পারিনি যদিও বেশি কিছু দিতে
বড় কোনো উপহার,
লিখেছি কবিতা তোমার তরে
নেই যে সামর্থ্য বেশি আর।


আজকে যেমন তোমার গাঁও-এতে
হাসি খুশি মুখ ভাসে,
দোয়া করি ঐ হাসিটা যেন
বারেবারে ফিরে আসে।


সুখগুলো সব অঝোর ধারায়
হৃদয়ে যেন দেয় পাড়ি,
দুঃখগুলোর মোচন ঘটুক
এই কামনাই করি।


শহরের ঐ ব্যস্ত ভিড়ে
ভুলবে না তো আমায়?
হৃদমাঝারে না রাখলেও
রাখিও স্মৃতির পাতায়।