সুখের উঁচু চিমনী থেকে
অবজ্ঞায় ছেড়ে দিই—
নিঃশ্বাসের কালো  ধোঁয়া ।


কোথায়, কতটা দূষণ বাড়ল—
জলে, স্হলে, অন্তঃরীক্ষে
কিংবা কোনো গোপন মনে-
নাইবা খোঁজ নিলুম;


ধান্দাবাজ, স্বার্থপর বলে
যতই গালি দাও না কেন
--বয়েই গেছে ।


এখন মাথায় লাল আলো জ্বেলে
আমি এক গর্বিত সাম্যবাদী ।


নীচের অন্ধকার ঠেলে-
মেহনতের ঘর্মাক্ত মই বেয়ে—
একসময় হাতড়ে বেড়িয়েছি
যে তৈলাক্ত চিমনী,


আজ তার শীর্ষে ওঠে
বিপদ্জনক লাল বাতি জ্বেলে
আবছা আলোয় সবাইকে দেখি
একই রকম অচেনা ।



ঃঃঃঃঃঃ