ধূসর অতীত পেছনে ফেলে—
দাঁড় টেনে যাই;
জীবনের সোপান বেয়ে ।


এমনি করে, কোষ  ভাঙ্গে,
কোষ বাড়ে—
পুষ্টি জোগায় শরীরে ।


স্বপ্নের ফেরিওয়ালা
হাতছানি দেয়—
নূতন করে বাঁচার ।


লাউডগা আশা-
তরতর করে বেড়ে ওঠে
বৃষ্টির নূতন জলে ।


সারি সারি ঝাউ গাছ,
দিগন্ত বিস্তৃত স্বপ্নজাল ;
আর ছাদের কার্ণিশে
অবহেলায় বেড়ে ওঠা বটগাছ-
প্রাণের অক্সিজেন খুঁজে পায়-
ইট, চুন, বালি আর সুরকি থেকে ।


কোনো অবাঞ্ছিতের হাত ধরে-
জন্ম নিয়েছিল যে গর্ভস্থ ভ্রূণ ;
তাকে কিন্তু আটকানো যায় নি
পুষ্টি নিয়ন্ত্রণ করে ।


সবার অলক্ষ্যে-
সে কিন্তু বেড়ে উঠছে
নানান প্রতিকুলতা সত্ত্বেও ।


একদিন সে ঠিক মহীরূহ হবে ;
ছায়া দেবে, আশ্রয় দেবে-
বহু অচেনা, অজানা পরাশ্রয়ীকে
সঠিক প্রতিবেশীর মত ।


……..চিত্ত যেথা ভয়শূন্য…………।


     :::::::::::::::::