উলঙ্গ আকাশের নীচে-
ভবিষ্যৎ দেখতে পাওয়া গণক,
অপরকে বাত্ লে  দেন তার অজানা ভবিতব্য ।
পারলে, থমকে দাঁড়ানো জীবনের
গতিপথের বাঁকও পাল্টে দেবার-
সুবুদ্ধি বিক্রি করেন নামমাত্র বিনিময়ে ।


অথচ, ফুটপাথে নেমে আসার
নির্ম্মম ইতিহাসের ধর্মান্ধ ক্ষত-
আজও উদাস করে দেয় মাঝে মাঝেই ।
আসলে, গৌতম বুদ্ধের আগে বা পরে-
দুঃখ খুঁজতে বেরিয়ে বিবাগী হয়েছে বলে
তেমন কারো কথা শুনিনি ।


কিছু নির্দায় ভাবুক অবশ্য আজকাল গজাচ্ছে
যারা নিজেদের পরীক্ষাগারে
সব সময় সমস্যার বীজ নাড়াচাড়া করে করে
প্রত্যেকের মনেই
অতি উচ্চ ফলনশীল দুঃখ বপন করে
নিজেরা সুখ কিনে নিচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে ।