মানুষ যদি ফানুস হয়ে
উড়ত আকাশেতে,
খুঁজত নদী উদাস চোখে;
পুষ্টি বাতাস মেখে ।


মেঘে গড়া ধর্মস্থানে
থাকতো না রাজনীতি,
সুখে ভরা জীবন স্রোতে,
ভিড়তো নাকো ভীতি ।


  ৹৹৹৹৹৹