সানাই
লেখা: ©️ অমরাবতী
________
মন খারাপ রকম চুপচাপ চারিদিক।
অদূরে কোথাও যেন সানাই বেজে চলেছে অবিরত।
আবারও আগাম অভিনন্দন জানাচ্ছে আগত বসন্তের,
আর তার গা ঘেঁষে দাঁড়িয়ে অন্ধকারে ডুবে মরন ফাঁদ।


সানাই কি আনন্দের; শুধু  আনন্দের...।
এই সুরেও কি বিষাদের ছায়া নেই?
নাকি ক্ষনিকের আলোর ঝলকানিতে,
সব এতটাই ধাঁধিয়ে যায় চারিদিক।
যায় হয়তো কিংবা যায় না,
জীবনটাই যেন চোরাবালি।


'হৃদয়ের বিচ্ছিন্নতা' কিংবা
হৃদয়ের প্রজাপতি উড়ে যাওয়া, উড়ে আসা
যুগান্তরের নিয়ম খালি।
আর যার জন্য এত আলো, এত ফুল,
এত উৎসব, এত আনন্দ।
একদিন এই দিনই,
জীবনে ডেকে আনবে শোকোস্তব্ধ যাপন।


এখনো বাজছে সেই বিষাদের সুর,
সেই বিষাদ ডাকে-এ মানুষ হাসছে, নাচছে,
আনন্দ করছে, মেতে উঠছে।
আর ভুলে যাচ্ছে,
মিলিত হওয়া বিচ্ছেদেরই দিন গোনা মাত্র।


যদিও বা আকাশ লালচে কালো নাও হয়,
তবুও গোধুলিবেলাই প্রিয়।
হারানোর ভয়ের চোখ রাঙানির থেকে,
শান্তি আছে এই ক্ষনিকেই।
'অ-সুখ' যাপন না হয় অনন্তকালের...
সে তো যাপন করতেই হবে জন্ম জন্মান্তর।
আজ 'মুহূর্তের অভাগিনী সুখও' যাপিত না হয় হলই।