সারা জীবন চষলে জমি
যোগালে যাদের অন্ন
একটিবারও ভাবল না তো
তারা তোমাদের জন্য।
তোমরা ফসল ফলাও ওরা
দাম করে তার ধার্য
সব অধিকার কেড়ে নিলে
সংঘাত তো অনিবার্য।
কিসে তোমাদের ভালো তা
বোঝে বেশী ওরা
পিছন থেকে আদর করে
ওরাই মারে ছোরা।
ওদের মুখের মিঠে বুলি
বিষ মাখানো ছুরি
ফেলল বুঝে কৃষক ওদের
সকল জারিজুরি।
কর্পোরেটের লাভ যেন হয়
ঘুরছে শুধু মাথায়
কেউ কর্ণপাত করে না
তাই চাষীদের কথায়।
কৃষক শ্রমিকদের এদেশে
একজনও নেই মিত্র
কৃষকদের পথ অবরোধের
তাইতো এমন চিত্র।