বৃষ্টির ছাট মানছে না আর
ঘটছে অনুপ্রবেশ
সীমান্তে প্রহরী আছে মোতায়েন
দৃষ্টি নির্নিমেষ।
হিমেল বাতাসে বারুদের ঘ্রাণ
নেই সেই মাদকতা
সন্ত্রাসবাদী খুঁজছে সুযোগ
ঘটাবে সে নাশকতা।
ঝিলমের জলে শোণিত প্রবাহিত
থামবে কবে সে ধারা
হুঙ্কারে শূন্য শতশত জনপদ
কত নর নারী গৃহহারা।
ফিরছে জওয়ান কফিন বন্দী
অতন্দ্র প্রহরা শেষে
গীতা, কোরান ছোয়া শপথ বাক্য
রেখেছে সে হেসে হেসে।
লড়াই লড়তে উস্কানি দেয়
পিছু হতে কিছু লোক
ওদের মাথায় শুভ বুদ্ধি
শীঘ্র উদয় হোক।
প্রতিনিয়ত সর্বত্র সন্ত্রাসবাদ মোকাবিলায়
ঝরে যায় তাজা প্রাণ
বলো দেখি লড়াই পারবে কি এনে দিতে
তার কোন সমাধান।
নির্মূল হোক সন্ত্রাসবাদের অনুপ্রবেশ
আর নয় রক্তক্ষয়
জগুক ভ্রাতৃত্ববোধ সবার মনেতে
মানবতার হোক জয়।