দিকভ্রান্ত পথিকের ন্যায় ছোটাছুটি করে
কর্পূরের বৈশিষ্ট্যে আশা হয়েছে সংক্রামিত
সহসা তোমার আবির্ভাবে ভরসা উঠল জেগে
পাখিরা উড়ল ডানা মেলে আকাশেতে
দিয়ে গেল কাঙ্খিত গন্তব্যের সন্ধান।


একে-বেকে নদীখানি চলে গেছে মোহনায়
মাঝী তার নৌকা বেধে বসে আছে কূলে
একখানা কালো মেঘ হয়েছে পুঞ্জীভূত
বেদনার বুকে আজ বড় আক্রোশ
সব কিছু সে লন্ডভন্ড করে দিতে চায়।


দাবদাহ নেই আর
বৃষ্টি করেছে সব জ্বালা প্রশমিত
দাবদাহে জ্বলে যাওয়া বিস্তীর্ণ প্রান্তর
নব তৃণাঙ্কুরে পুনরায় হয়েছে আবৃত।