মিছিল মিছিল চলছে মিছিল লোকে লোকারণ্য
বল না মা এত মিছিল হচ্ছে কিসের জন্য?
ওরা চেঁচায় ফাটায় গলা শুনতে কি কেউ পায়
উপায় যে নেই লড়াই করে বাঁচতে ওরা চায়।
কেউ প্রাসাদে আয়েশ করে ওরা থাকে ফুটপাতে
সেই অধিকার ছিনিয়ে নিতে পুলিস তাড়ায় রাতে।
পেটে নেই ভাত নেই আশ্রয় বাঁচবে কেমন করে
ওরাও মানুষ চায় বাঁচতে চায় কে যেতে মরে?
ধৈর্যের বাঁধ ভেঙে গেছে উপায় যে নাই আর
তাইতো সামিল মিছিলে  আজ চাইছে অধিকার।
মানুষ সবাই তবু এত বিভেদ কেন থাকে
বিভেদে মেটাতেই মিছিলে সামিল হল ডাকে।
বুঝতে বাকি নেই ওদের আর চলছে ষড়যন্ত্র
লড়াই করে বাঁচতে হবে সেটাই এখন মন্ত্র।
এছাড়া আর বিকল্প পথ সামনে ওদের নাই
মিছিলে আজ ওরা সবাই হচ্ছে সামিল তাই।