রাতের বেলায় বৃষ্টি হলে
ঘুম আসে না চোখে
হাসবি শুনে মনে পড়ে
তখন শুধু তোকে।


কেমন করে কই সে কথা
বুঝবে না তো কেউ
ঠাণ্ডা হাওয়া হৃদে ঢুকে
তোলে বিশাল ঢেউ।


টুপ করে কি গাছের থেকে
পড়ে কদম ফুল
হতেও পারে আবার কি না
হতেও পারে ভুল।


বাইরে বৃষ্টি অঝোর ধারায়
মনের ভিতর তাই
দেখছি এমন বাদল রাতে
জ্বালার যে শেষ নাই।


এমনি করে রাতের শেষে
বৃষ্টিও যায় থেমে
আমার চোখে স্বপ্ন হয়ে
তখন আসিস নেমে।