কোথায় ছিলে বলো এতদিন
কোনখানে গিয়ে ছিলে
না দেখলে যাকে দু চোখে হারাতে
তাকে আজ ভুলে গেলে।


কেমন আছি দেখতে আসনি
ভুলেও একটি বার।
তৃষ্ণায় বুক ফেটে চৌচির
বেশ আছ নির্বিকার।


আজকে হঠাৎ ভাসিয়ে দেওয়ার
কি ছিল দরকার
মেঘের হাতে চিঠি পাঠিয়েও
জবাব পাইনি তার।


এত সহজেই সব ভুলে গেলে
কি আমার অপরাধ
ভাবিনি এ ভাবে গুড়ো করে দেবে
মনে ছিল যত সাধ।


আজ কেন তবে এলে বল দেখি
বেঁচে আছি মৃতপ্রায়
মুখ ফিরিয়েও পারি না ফিরাতে
কি তব অভিপ্রায়।


নূপুর বাজিয়ে ঝুম ঝুম করে
নাচ ছন্দের তালে
আমারে জড়াতে চেয়ো না আবার
তোমার মায়ার জালে।


অনুভূতিগুলো যবে ছিল দুরন্ত
এলে না একটিবার
ছটফট করে পুড়েছি খরায়
হয়ে গেছি ছারখার।


কখনো আশার সঞ্চার করে
লুকিয়ে নিয়েছ মুখ
শুকনো কাঠের এ জীবনে ফিরে
আসবে না কভু সুখ।


প্রাণ নিয়ে দেহে বেঁচে আছি শুধু
ভালবাসা নির্বাসিত
তোমার আগমনে ভালবাসা আর
হবে না সঞ্চারিত।


সারাটা জীবন জ্বলে মরলাম
মিটল না আর জ্বালা
এ জীবনে আর তোমাকে পরানো
হল না প্রেমের মালা।