চলতে চলতে পথ ভুলে গিয়ে
চলে গেছি বহুদূর
ক্লান্তিকে দুহাতে সরিয়ে এগোই
ধেয়ে আসে রোদদুর।
বাজ পাখি এসে ছোঁ মেরে যায়
বাড়ায় মনের ত্রাস
ওরা চায় জোর করে কেড়ে নেবে
সাধের মুখের গ্রাস।
ঝড় উঠে আর মেঘ উড়ে যায়
সিঁধ কেটে চোর ঢোকে
সকালে কুয়াশা চাদর বিছিয়ে
সূর্যকে ঢেকে রাখে।
এর পর বলার অপেক্ষা রাখে না
ঘরে আছে বিভীষণ
তাই আজ তাকে খুঁজে বের করা
জেনো খুব প্রয়োজন।