পারলে এসে দেখে যেও আছি কত সুখে
জানলে না কি কথা জমা আছে আমার বুকে।
আমায় শুধু ভাবলে বোঝা অন্য কিছু না তো
একটু সুযোগ দিলে এমন দোষ বল কি হত।
পড়ে লিখে বড় হওয়ার ইচ্ছে ছিল কত
চাইনি ঘাড়ে চাপতে কারো পরগাছাদের মত।
পুতুল খেলা শেষ না হতেই দিলে বিদেয় করে
দেখে যেও কত সুখে আছি পরের ঘরে।
জানিনে আমার কথা মনে পড়ে কি না পড়ে
তোমরা কেমন সুখে আছ আমায় বিদেয় করে।
উঠতে বসতে শুনছি খোঁটা মরছি যাঁতায় পিষে
মরা ছাড়া পাইনে খুঁজে বাঁচার কোন দিশে।
বলতে পার হাল্কা কত হয়েছ বিদায় করে
খবর পাবে একদিন আমার শরীর আছে পড়ে।
কুঁড়ি দেখে ছেঁড়ে না কেউ যদি না ফুল ফোটে
আমার যত স্বপ্ন ছিল সব গিয়েছে টুটে।
খাঁচার ভিতর ছট ফটিয়ে মরে পরাণ পাখি
সাধ্য আমার এমন কি আর ধরে তারে রাখি।
আপন বলে ভাবার মত কেউ এখানে নাই
শুধোয় না কেউ পেট ভরে খাই না আধপেটা খাই।
নাম কি আমার দিয়েছ মুছে তোমাদের মন থেকে
ইচ্ছে করে নাও আমাকে বুকে টেনে ডেকে।
সকাল বেলায় যার জীবনে আঁধার নেমে আসে
মুখ ফিরিয়ে নেয় সকলে কে আর ভালবাসে।