তোমরা দলিত তকমা দিয়েছ
পদদলিত করার জন্য
ভেবেছ ওরা অবুঝ,কিছুই বুঝবে না
তোমাদের চক্রান্ত কত ঘৃণ্য।
ভিন্ন ভিন্ন নাম দিয়ে
করতে চেয়েছ বিচ্ছিন্ন
সীমা রেখা টানার মধ্যিখানে
নেই একতার কোন চিহ্ন।
ঘৃণা,অবহেলা আর অনাদর
বরাদ্দ করেছ ওদের জন্য
ওদের মানুষ ভাবতে পার না
ভাব নিকৃষ্ট কিছু অন্য।
তোমাদের জঘন্য আচরণ
বঞ্চনা, নিপীড়ন
বুকের ভিতর
আগুন জ্বালিয়ে দিয়েছে।
নিষ্পেষিত হতে হতে
পিঠ গিয়ে ঠেকেছে দেওয়ালে
সহ্য সীমানা হয়েছে অতিক্রান্ত।
তোমাদের সকল চক্রান্ত
ঝড়ের দাপটে হয়েছে অনাবৃত
বুকে এখনও দগদগে ক্ষত
সাক্ষ্য বহন করছে তোমাদের অত্যাচার।
মনুষ্য জন্মের মৌলিক অধিকার
ছিনিয়ে নিয়েছ গায়ের জোরে
দিয়েছ মনুবাদের দোহাই।
ওদের ঠাঁই মিলেছে পদতলে......
নিকৃষ্টতার কলঙ্কে করেছ কালিমালিপ্ত।
তোমরা নিজেরা সেজেছ ভগবান....
ওরা শ্রেষ্ঠত্বের দিয়েছে প্রমান
দাওনি স্বীকৃতি
ছলে বলে কৌশলে বঞ্চিত করেছ চিরকাল
বহুকাল উচ্চাসনে থেকেছ অধিষ্ঠিত।
বঞ্চনা,প্রতারণা ওরা আর সবে কত...
ওরা অভ্যুত্থানের নিচ্ছে প্রস্তুতি
আর স্তুতি নয়
এইবার ওরা বুঝে নেবে অধিকার।
অন্ধকারে আবদ্ধ করে রেখেছিলে এতকাল                              
ওরা সেই অন্ধকার ভেদ করে
বেরিয়ে এসেছে
জেনেছে সাচ্চাই
তোমাদের মত ওরাও
ভগবানের সন্তান
তোমরাই শুধু এতদিন
তৈরি করে রেখেছিলে ব্যবধান।