পুকুরটা খুব শান্ত ছিল
ঢেউ ছিল না জলে
পাড়েতে ঢেউ হানছে আঘাত
ঢিল ছুঁড়েছ বলে।


ঢিল ছুঁড়লে পাটকেল তো
খেতেই হবে ভাই
না চাইলে কাঠি করার
স্বভাব ছাড়া চাই।


ঢিল ছুঁড়বার আদত ছাড়
কাঁচের ঘরে থেকে
তোমার ঘরে ঢিল ছুঁড়তে
লোক এনো না ডেকে।


ঢিল ছোঁড়া দূরত্বে থেকেও
পাইনে খুঁজে যাকে
সারা দুনিয়া খুঁজে বেড়াই
দেখব বলে তাকে।


ছোঁড়া ছুঁড়ির স্বভাব সে তো
ছোটবেলার থেকে
হাত পা ছুঁড়ে কেদেছি কত
না দেখলে মাকে।


লেগেই আছে ছোড়াছুঁড়ি
সারা জীবন ধরে
দাও দেখিয়ে আছে কি উপায়
পার পাব কি করে।