হাড় কাঁপানো শীত পড়েছে
এবার কোথায় যাই
এমন শীতে বাঁচতে হলে
কাঁথা কম্বল চাই।
ভাতের যোগাড় করতে যাদের
খেতে হয় হিমশিম
কাঁথা কম্বল তাদের কাছে
সত্যি সোনার ডিম।
বুকখানাকে হাতে ঢেকে
রাত্তিরে গায় গীত
ওরা জানে হার মানবে
একদিন ঠিক শীত।
মরে ওরা হার মানে না
এক দিন শীত যায়
পাতা ঝরার দিন শুরু হয়
বসন্ত গান গায়।