ঈদ এসেছে ঈদ এসেছে
খুশির সীমা  নাইরে
সবাই মিলে পড়ব নামাজ
ঈদগাহেতে যাইরে।

সব ভেদাভেদ  যায় মিলিয়ে
ঈদের দিনে ভাইরে
সবাই সবার গলায় মিলি
খুশিতে গান গাইরে।

আজকে খুশির বাঁধ ভেঙেছে
ভেসেই চলে যাইরে
ঈদের মত এমন খুশির
দিন একটাও নাইরে।

ঈদের মতন সব  দিন  হলে
কি মজা হত ভাইরে
আল্লাহর দরবারে মোনাজাত
যেন সেই দিন পাইরে।

আল্লাহ তুমি খুশি রেখো
দুনিয়ার সবাইরে
সবাই হাসি খুশি থাকুক
আজ ঈদে তাই চাইরে।