একুশ এলো একুশ এলো আয়রে সবাই আয়
এইদিনে হয় মন উতলা ঘরে কি থাকা যায়।
আমার ভাইয়েদের রক্তে রাঙা একুশ আজ
তাদের স্মরণ করার চেয়ে নেইকো বড় কাজ।
যে ভাষাতে মনের কথা বলি আজ প্রাণ খুলে
গায়ের  জোরে ভিন দেশীরা চেয়েছিল যাই ভুলে।
প্রতিবাদে গর্জে উঠেছিল তরুণ তাজা প্রাণ
প্রাণ দিয়েছে দেয়নি হতে মাতৃভাষার অসম্মান।
শিমুল, পলাশও এমন দিনকে শ্রদ্ধায় করে স্মরণ
টগবগে তাজা প্রাণগুলো করেছিল মৃত্যুকে বরণ।
রফিক জব্বার সালাম শফিউর আর ভাই বরকত
মোদের হাতে দিয়ে গেছে বাংলা ভাষার ভবিষ্যৎ।
প্রাণের চেয়ে প্রিয় বাংলা ভাষা রক্ষার জন্য
ভাবব জীবন তুচ্ছ, মরণ অতি শ্রেয় বরেণ্য।
অ আ ক খ অক্ষর আমাদের অতি পবিত্র মন্ত্র
যদি কলুষিত করিবারে কেউ রচে কোন ষড়যন্ত্র
জেনে রাখে যেন সফল হবে না কভু সেই অভিপ্রায়
অকাতরে প্রাণ দেব প্রয়োজনে
শহীদ ভাইয়েদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায়।