আমার ছড়া উড়ে বেড়ায় থাকে না আর ঘরে
সে খুব উদাস পরিযায়ী শ্রমিক পথে মরে।
শ্রমিকরা চায় ফিরতে ঘরে সাধন ওদের নাই
তাইতো ওরা মাইল মাইল হাঁটছে পথে তাই।
কেউ চলেছে সাইকেলেতে কেউ চলে দুই পায়ে
যে করে হোক নিজের ঘরে পৌঁছতে যে চায়।
না থাক কেউ ওদের সাথে আছে আমার ছড়া
ওদের জন্য এই দুর্দিনে স্বর হবে তার চড়া।
ডাক পড়ে দেশ গড়তে ওদের যখন  প্রয়োজন
ওদের শ্রমের পুঁজিতে হয় দেশের উন্নয়ন।
লকডাউনে সব হল শেষ যা ছিল সঞ্চয়
বুঝল শ্রমিক এই ভাবে আর বাঁচা সম্ভব নয়।
মুখ ঘুরিয়ে নিয়েছে আজ সকল স্বার্থপর
ভাবল শ্রমিক উপায় নেই আর ফিরতে হবে ঘর।
চায়নি ওরা বিমান চেপে ঘরে ফিরে যেতে
জুটল না বাস কিংবা ট্রেনও ওদের কপালেতে।
কেউ ধরল ট্রেনের লাইন ফিরবে বলে ঘরে
মরল শ্রান্ত ক্লান্ত শ্রমিক ট্রেনেই চাপা পড়ে।
চলছে হেঁটে নিত্য শ্রমিক মরছে দুর্ঘটনায়
হচ্ছে খবর এর বেশি আর কার কি আসে যায়।
থাকছে না দেশ ওদের পাশে মেটাচ্ছে না ঋণ
শ্রমিকরা ঠিক বুঝেই নেবে কড়া গণ্ডায় একদিন।
তকমা দিয়েছে পরিযায়ী শ্রমিক কিসের জন্য?
ওরা সবাই ভারতবাসী নয় কেউ আর অন্য।
হাঁটছে পরিযায়ী শ্রমিক দেশের কি নয় কেউ তারা
ঘরে ফেরার পথেই কেন যাচ্ছে ওরা আজ মারা?