ফেরিওলা বেচে বেড়ায় হরেকরকম মাল
কেনাকাটায় রাশ টেনেছে সব্বাই আজকাল।
হরেকরকম মাল সেরকম বিক্রি হয় না তাই
সেই কারণে ফেরিওলার চিন্তার শেষ নাই।
সবাই এখন মলে গিয়ে করছে কেনাকাটা
তাই নেই আর ফেরিওলার তেমন বিক্রিবাটা।
ফেরিওলা চেঁচায় জোরে বিক্রি হবে ভেবে
দেখবে এসো হরেকরকম মাল এনেছি নেবে?
পরখ করে দেখে বলে কম হবে না দাম?
ফেরিওলা ঘোরে পায়ে পড়ে মাথার ঘাম।
দিন ফুরিয়ে সন্ধ্যে নামে বাড়ি ফিরে আসে
সবার কথা শুনে ফেরিওলা শুধু হাসে।
সেই হাসি তো ফেরিওলার প্রাণের হাসি নয়
কেমন করে বাঁচব ভেবে বাড়ছে মনে ভয়।
সব জিনিসের দাম বেড়েছ কিছু মানুষ বাদ
কেমন করে তবে পূরণ হবে বাঁচার সাধ!