আদিম নৈঃসগির্ক বুনো স্বভাব
আজও বুঝি
প্রতিটি শিরায় বহমান।
তাইতো ক্রূর নৃশংসতা
আজও নেপথ্যে
চালায় অভিযান।


আকণ্ঠ পিপাসা মিটাতে
মানুষকে পশু ভেবে
জ্যা রোপণ কর।
ওরে অজ্ঞ নিষাদ
এ কোন বধ্যভূমি নয়।
জ্বালিয়ে আমরা জ্ঞানের প্রদীপ
আনতে ব্যস্ত
নতুন নিশাত্যয়।


যদিও তোমাদের প্রতি
নেই কোনও পরোয়ানা
কিন্তু সকলের সজাগ দৃষ্টি রয়েছে
যদি উল্কামুখী উল্লম্ফনে
উল্লঙ্ঘন করতে চাও
সহ্যের সীমানা
তাহলে পাবেনা পরিত্রাণ
প্রস্তুত রয়েছে হাতে
খাপে ঢাকা শাণিত কৃপাণ।