যখনই বই নিয়ে পড়তে বসি
একটা কথা বলে তখন মা
মন দিয়ে কর পড়াশোনা খোকা
ইংরেজীটা পড়তে ভুলিস না।
স্কুলে মা যায়নি কোনদিন
শেখাল কে এসব কথা তাকে
বলে খোকা শিখেছিস কি তুই
ইংরাজীতে মাম্মী বলে মাকে।
পেট পালে মা পরের বাড়ি খেটে
সে চায় তার খোকা মানুষ হোক
মা বলে যে ইংরাজী না পড়ে
তার ফোটে না কোনদিনই চোখ।
তাই বাবুদের ছেলেপুলে যারা
বাংলা বলে না কখনো ভুলে
আমারও খুব ইচ্ছে করে তোকে
পড়তে পাঠাই ইংরাজী স্কুলে।
খোকা বলে ওসব বলে না মা
বাংলাভাষার মত ভাষা নেই আর
গর্ব করার মত ভাষা আমার
তার সামনে ইংরাজী কোন ছার।
কি বই পড়ছি জান কি মা তুমি
ঈশ্বরচন্দ্রের বর্ণ পরিচয়
জয় করা যায় জগৎ এই বই পড়ে
ভাবনা তোমার মোটেও সঠিক নয়।
বাংলাভাষায় গীতাঞ্জলী লিখে
রবীন্দ্রনাথ নোবেল পদক পান
সেইকথা মা যাই কি করে ভুলে
রাখব মাগো বাংলা ভাষার মান।