টুকরো টুকরো হয়ে পড়ে আছিস কেন তোরা
বলতে পারিস চাসনে কেন লাগুক তোদের জোড়া।
ছড়িয়ে পড়ে থাকিস কেন চাসনে কাছে আসতে
বলতো দেখি চাসনে কেন সবাই মিলে হাসতে।
ভাবনাতে যে ভুল ছিল তার হোক সংশোধন
হাস্যাস্পদ জন্মের দ্বারা যদি হয় কর্ম নির্ধারণ।
কারো গায়ে লেখা থাকে না ধর্ম,বর্ণ কিংবা জাত
বুদ্ধিজীবীদের মধ্যে লুকিয়ে আছে কিছু বজ্জাত।
বংশ পরম্পরায় আসন ওরাই রক্ষা করতে চায়
আজ জানাজানি হয়ে গেছে ওদের বিদ্বেষী অভিপ্রায়।
ভেদাভেদকে জিইয়ে রাখতে দিচ্ছে ওরা নেতৃত্ব
সবাই সমান, মানছে না কেউ আর ওদের প্রভুত্ব।
শোষণ,নিপীড়ন আর অবহেলার হবে কবে অবসান
অজানা নেই আর আমরা সবাই বিধাতার সন্তান।
ওদের লক্ষ্য প্রতারণা করে ভোগ করা অধিকার
ভয় করে জয় সবাই এবার চায় পেতে প্রতিকার।
ব্রাহ্মণ,ডোম,চাঁড়াল,চামার,শবর বা হোক ব্যাধ
সকলের মনে মানুষের মত রয়েছে বাঁচার সাধ।
আলোয় আসার সুযোগ হয়েছে অন্ধকারকে ফেলে
এসো মানবতার আলোকবর্তিকা সবে মিলে দিই জ্বেলে।