ঝড় উঠেছে বাজ পড়ছে থাক সবাই সামলে
নোঙর কর মাঝি এখন নাও চালিও থামলে।
আকাশ ছিল মেঘমুক্ত যায়নি আভাস পাওয়া
উড়ল হঠাৎ ধুলো বালি উঠল ঝোড়ো হাওয়া।
গাছের ডাল ভাঙছে মড়াৎ উড়ছে ঘরের চাল
আকাশ জুড়ে হাওয়ায় উড়ে প্লাস্টিক জঞ্জাল।
নদীর জলও উঠছে ফুলে কে সামলায় তাকে
মরার ভয়ে আল্লাহ্‌ ভগবানকে সবাই ডাকে।
নাও'য়ের সাথে বন্ধ লঞ্চ ও স্টীমার চলাচল
ঝড়ের আওয়াজ সঙ্গে উঠে বাঁচার কোলাহল।
ঝড় থেমে যায় খানিক পরে ঝড় নির্বিকার
তখন উঠে স্বজন হারানোদের হাহাকার।
ঝড়ের সাথে লড়বে কারো সে ক্ষমতা নাই
ঝড়ের দাপট মানতে রাজি আছে সবাই তাই।
বিনা মেঘেও ঝড় যে উঠে মিথ্যে কথা নয়
সজাগ থেকে রাখবে নজর কখন যে কি হয়।